বরমী বাজার
Barmi Bazar is one of the oldest village markets in Sreepur, Gazipur.
বরমী বাজার, বাংলাদেশের রাজধানী ঢাকার পাশেই গাজীপুর জেলার শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহী একটি বাজার। শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি সমৃদ্ধ ইউনিয়ন হচ্ছে বরমী ইউনিয়ন। এই ইউনিয়নের কেন্দ্রস্থলে ঐতিহ্যবাহী বরমী বাজার অবস্থিত।
প্রাচীন ঐতিহ্য ও বাজার নামকরনের ইতিহাস
ইতিহাসের বিভীন্ন সুত্র থেকে জানা যায় আনুমানিক ১৫৯০ খৃস্টাব্দে শীতলক্ষা নদীর তীরে বরমী বাজারের জন্ম। তখন থেকেই পার্শ্ববর্তী কাপাসিয়া, মনোহরদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, বৃহত্তরো ময়মনসিংহ সহ দেশের নানাস্থান থেকে আগত হাজার হাজার পাইকার ও খুচরা ক্রেতা বিক্রেতাদের পদচারনায় এটি একটি নদীকেন্দ্রিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়।
কি পাওয়া যায়?
বিশেষ করিয়া ধান, পাট, কাঠাল, কাউন ও গজারী কাঠের জন্য অন্যতম প্রসিদ্ধ এই বাজার। বাজারের আশেপাশে প্রায় ৩০টির অধিক উন্নতমানের চাউলের কারখানা আছে।
বরমি কিভাবে নামকরন হলো?
কথিত আছে যে, টোকনগরে বাংলার রাজধানী থাকার সময়ে বর্মদেশীয় (মগ) জলদস্যু টোকনগর লুট করার জন্য শীতলক্ষ্যা নদী ধরে অগ্রসর হইতেছিল। মোগল বাহিনী এইস্থানেই বর্মী জলদস্যুদের গতিরোধ ও আটক করে ফেলে। আটককৃত মগ জলদস্যুদের পার্শ্ববর্তী যেই গ্রামে কারারুদ্ধ করে রাখা হয়ে সেই গ্রামই কালক্রমে বর্মী ও বাজারের নাম হয় উঠে বরমী বাজার।
প্রাচীন মোঘল আমল থেকেই পুরো বাংলায় এই বাজারের সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে। এই বাজারকে এক সময়ে এশিয়ার সর্ববৃহৎ গ্রাম্য বাজার বলে ধারণা করা হয়।
বর্তমানে এই বাজারে একমাত্র ঐতিহ্য বানর, আনুমানিক প্রায় ১০০০ টির ও অধিক বানর রয়েছে।