বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিশাল আকারের একটি মসজিদ

 

হাজী আব্দুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ
 
 
 
 স্থানীয় গাইডদের শুভেচ্ছা,

ঈদের দ্বিতীয় দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিদর্শন করেছি।
 সেখানে হাজী আব্দুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ নামে একটি সুন্দর মসজিদ দেখতে পেলাম।
 এখন, আমি নীচে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি:
 

 
হাজী আবদুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ
 
BB
 
 বাংলাদেশের একটি আধুনিক ও আন্তর্জাতিকভাবে সজ্জিত মসজিদ।
 মসজিদে আরবি ক্যালিগ্রাফি ও ইসলামিক নকশার পাশাপাশি ধীরে ধীরে সেগুলো শোভা পাচ্ছে।

 

 BBB

 

হাজী আবদুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদের একটি কোলাজ ছবি

বলা যায়, বাংলাদেশের মসজিদ স্থাপত্যের ক্যালিগ্রাফি ও অলঙ্করণে আন্তর্জাতিক নিদর্শনের সর্বোচ্চ প্রয়োগ প্রথম। বাংলাদেশে মসজিদ নির্মাণে আন্তর্জাতিক মানের ক্যালিগ্রাফি এবং ইসলামিক অলঙ্করণ শিল্পের চমৎকার প্রয়োগের জন্য এই মসজিদটি বিশিষ্ট এবং স্মরণীয় হয়ে থাকবে।

এখন, আপনার সাথে শেয়ার করার জন্য আমি যে ছবি তুলেছি তা দেখি!


Next Post Previous Post