এক নজরে বরমী ইউনিয়ন

 


৩৮টি গ্রামের সমন্বয়ে ঐতিহ্যবাহী বরমী ইউনিয়টি গঠিত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধর্মলম্বীদের সহাবস্থানে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে থাকে।

ভৌগলিক অবস্থান :-উত্তরে- কাওরাইদ ইউনিয়ন, দক্ষিণে- গোসিংগা ইউনিয়ন ও শ্রীপুর পৌরসভা, পূর্বে- বানার নদী, পশ্চিমে- তেলিহাটি ইউনিয়ন পরিষদ।

 

ক) নাম- ০৬নং বরমী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন-৫২.০১বর্গ কি:মি:

গ) লোকসংখ্যা: ৬৪,৯৯৫জন

ঘ) গ্রামের সংখ্যা: ৩৮টি

ঙ) মৌজার সংখ্যা: ১১টি

চ)হাট/বাজারের সংখ্যা- ৩টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- বাস, মিনিবাস, সি.এন.জি।

জ)শিক্ষার হার: ৬৯(২০১১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৬টি

ঞ)বে-সরকারী ৫টি

ঠ) মাদ্রাসা-৫টি

ড) মহিলা মাদ্রাসা-১টি

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান- আলহাজ্ব আব্দুর রাজ্জাক বেপারী

ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-১টি

ত) ঐতিহাসিক পর্যটন স্থান-১টি

থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৩ইং

দ)নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ: ২৫/০৭/২০১১

            প্রথম সভার তারিখ: ২৭/০৭/২০১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

ধ)গ্রাম সমূহের নাম

  বরকুল, বালিয়াপাড়া, কাশিজলি, কাঠালী, ঠাকুরতলা, ভিটিপাড়া, লাকচতল, নিমাইচালা, দেদুয়ার, বড়নল, মাইজপাড়া, কোষাদিয়া, দাইবাড়ীটেক, সাতখামাইর, দরগারচালা, ডালেশ্বর, পোষাইদ, চরবহর, দুর্লভপুর, খলারটেক, মুলামুলিরটেক, পাড়াগুনিয়া, গাড়ারন, তাঁতিসূতা, সোনাকর, পাঠানটেক, সোহাদিয়া, বরমী বাজার, পাইটালবাড়ী, গিলশ্বর, বরমী, কেন্দুয়া, ছিটপাড়া, নিহালিয়া, বরামা, হরতকিরটেক, মুদিবাড়ী, কায়েতপাড়া।

ন)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ১০

Next Post Previous Post